আজ কষ্টগুলো বন্দি করেছি সময়ের কারাগারে
এক আকাশ বিস্তৃত ব্যস্ততার ক্যানভাসে,
সুদূরে মিলিয়ে গেছে একাকীত্বের যন্ত্রণা ।


সময়ের বুকে জড়ানো ওড়নার এক প্রান্তে
লেগেছিল এক টুকরো নীল বিষাদ,
আমি তর্জনী দিয়ে ঝেড়ে ফেলেছিলাম সেদিন ॥


টিনের কৌটোয় ঘাপ্টি মেরে থাকা একদল বেদনা
হঠাৎ যখন নেমে পড়েছিল বিজয়ের মিছিলে,
বিদীর্ণ করেছিল আমার আপন রাজপথের বক্ষ ।


আমি পিছপা হইনি, তাদের পানে ছুঁড়ে মেরেছিলাম
ব্যস্ততার নগ্ন বুক থেকে কুড়িয়ে নেয়া
এক ছটাক রাসায়নিক টিয়ারশেল ॥


নিমিষেই ছত্রভঙ্গ হয়েছে ঝটিকা মিছিল
সময়ের শিকলে বাঁধা পড়েছে বেদনার দল,
আজ আমি বৃক্ষপল্লবের মুক্ত সমীরণ ।


অথচ তুমি নাই, আমার রূপালী কনসার্টে
যেখানে ক্ষণে ক্ষণে বেজে ওঠে ব্যান্ড,
তবু মুখরিত করে সঙ্গীতের সুরেলা প্রতিধ্বনি ॥


সেদিনও ছিলে না,যখন প্লাবিত হয়েছিল মহালোক
চোখের কোণে পঁচন ধরেছিল অশ্রুস্রোতে,
আজ ফিরে এসো আমার এক বুক আকাশে ।


যেখানে সাদা মেঘের প্রাসাদ গড়েছি
জোসনার ঝর্ণা ছুটছে চাঁদের পাহাড় থেকে,
ফিরে এসো তোমার চিরচেনা
মেঘের প্রাসাদে ॥