কেমন যেন হয়ে যাচ্ছে সব
ফ্যাকাশে বর্ণমালায় ঘুণপোকার রাজত্ব
হৃদয় কুরে খাচ্ছে একঝাঁক মৌমাছি
কিছু বললেই উড়ে আসে মেঘ
জানালার কাছে ওড়ায় রঙিন রুমাল
চোখ বুজে দেখে নিই পরপারের বৃত্তান্ত
কীভাবে স্রোত নদীতে রাখি এই কাল
দহন রাতের আকাশ জুড়ে নক্ষত্রমেলা
গ্রামের প্রান্তে ছোটবেলার গল্প
খিদে পেট মানুষের ভালোবাসা
প্রত্যহ চিনিয়ে দেয় জমি