ছেঁড়া সূতোর টান
পদ্মাজলে যাচ্ছে ভেসে হারানো দিনের গান

সেই কবেকার কথা
যখন ভাইয়ে ভাইয়ে ছিল প্রীতি মিলন গাথা

ভাগাভাগির খেলা
দু-পারেতেই দীর্ঘশ্বাস, নিঠুর বিরহবেলা

এইপারে আমি
ওইপারে পড়ে আছে স্মৃতির বেলাভূমি

তুমি ওইপারে
যখন তখন মনে পড়ে এপার বারে বারে

দুইপারেতে একই মাটি-- একই প্রেমে গড়া
মাঝখানেতে কেন তবে কাঁটাতারের বেড়া