ধর্ম বর্ণ নয়কো জাতি
সবার আগে দেশ,
হৃদয় মাঝে দেশপ্রেমের
থাকুক সবার রেশ ।

ছোট বড়-র নয় তুলনা  
নেই বিভেদের লেশ,
আপন পর কিংবা স্বজন
সবার আগে দেশ ।

দেশকে যত ভালোবাসার
হয় না কোনো শেষ,
নিজের স্বপ্ন সুখের থেকেও  
সবার আগে দেশ ।

বুকের যত ভালোবাসার
নেইকো অবশেষ,
এগিয়ে চলো, এগিয়ে চলো    
সবার আগে দেশ ।