আমি তো অক্ষরে অক্ষরে সুখ উপহার দিয়েছি
পাহাড় সমান বুকের উপর ।
মৃত লাভার এক খণ্ড শরীরে আগুন ছুড়েছি
নতুন অধ্যায় রচনা করেছি তোমার অসময়ে ।
কথা রেখেছি স্বপ্না ... আমি কথা রেখেছি ।
তুমি বলেছিলে একশো স্বপ্নে
ঘর বেঁধো আমার সাথে ,
প্রজাপতির ডানায় গেঁথে দিও
কিছু আ-মরণ সম্পর্ক -
যেখানে কোনো বাধ্যবধকতা নেই ,
বিস্তীর্ন আকাশের স্বাধীনতার মতো বিচরণ করবো আমি
লক্ষ তারার সাথে ।
তবু কথা রেখেছি স্বপ্না , সেদিন যে হাতটার নাগাল পাইনি ,
তা আজ শরীরে বড্ড শিহরণ জাগায়
ঐ দূর থেকেই -
কাছে পাওয়ার ইচ্ছা প্রবল ।
তুমি আমায় ছুঁয়ো না স্বপ্না , নইলে যে পবিত্র হয়ে যাবো ।
তুমি বলেছিলে তোমার আকাশের ব্যাপ্তি দেশ ছাড়িয়েছে ,
বিশাল সম্পর্কের প্রতিটি ডালে আজ বড় খিদে -
শরীর চাই , শরীর চাই ।
তবু তুমি তো পবিত্রই থাকলে ,
নিজের মতো বেঁচেছো , সাহস আছে তোমার ।
আমার যে লজ্জা করে ,
সবাই উপভোগও করবে আবার
কুৎসা করতে কুণ্ঠা করবে না ।
তাই তো আমার মৃতদেহ ঢেকেছি
তোমার দেওয়া কাপড়ে ।
আর তুমি !
'নগ্ন এসেছি , নগ্ন যাবো শরীর ঢেকে কেন এতো আদিখ্যেতা ?
কাপড় পড়লেও যেকোনো পুরুষ
নারীর নগ্ন শরীর
মুখস্ত বর্ননা দিতে পারে ।'
কথা রেখেছি স্বপ্না ,
সন্ধ্যা প্রদীপের মতো আমি
নিয়মিত কথা রেখেছি ।
শঙ্খধ্বনির সাথে তোমার কথা নিয়ে
বেজে উঠি প্রতিদিন ।
১১/০৮/২০১৫