কতটুকু উন্মুক্ত হ'লে পুরোপুরি চেনা যায় ?
যে পথে হেঁটেছিলে তুমি, আমি সে ঠিকানায় ।
দীর্ঘ পথে সময় কথা বলে , ইতিহাস রচনা করে নতুন অধ্যায় ।
ছোট ঠোটখানি লাগামছাড়া চুমু বর্ষায় ।
হাতে নিষিদ্ধ রাতের সব উপকরণ ,
উদোম শরীরের লীলা খেলায় এখন পুরুষ ঝাপায় ।
তুমি হ'লে বেশ্যা , আমি যে সদানন্দ ।
সু-চরিত্র আমার অঙ্গে , তুমি কেবল মন্দ !
কি জানো স্বপ্না , 'বেশ্যা' কেবল মেয়েরাই হয় ।
ওটা ওদের জন্যই তোলা থাকে ।
কাল রাতে স্বপ্ন দেখেছি আমি -
তোমাকে নিয়ে ।
মনে আছে তো সে দিন যে লাল টিপ টা কিনেছিলাম ?
ওটা তোমার কপালে ।
হাতে শাখা , কপালে সিঁদুর আর ঐ গোলাপী রঙের শাড়িটা পড়লে
কি যে লাগে তোমায়...
শুধু দু'চোখ ভরে দেখি ।
আজ আর কোন নিষেধ নেই ,
এক , দুই , তিন করে বুকের সব বোতাম আলগা করে দিও ,
পৃথিবীর সব বাতাস
সমুদ্র-ঢেউয়ের মতো
আছড়ে পড়ুক সেখানে ।
শান্ত শুদ্ধ সে চিলেকোঠায় ,
তোমার আশ্রয় হয়ে উঠুক পর্যাপ্ত জমিটুকু ।