আমার মাথার উপর ভারতবর্ষ এক দেশ ,
চিৎকার করে বলতে পারি আমি স্বাধীন ,
তিন রঙের পতাকা নিয়ে পা মেলাতে পারি সভ্য সমাজে ।
স্লোগান তুলতে পারি বন্দেমাতরম , বন্দেমাতরম , বন্দেমাতরম
কাদের বিরুদ্ধে এই স্লোগান ?
দেশনেতাদের বিরুদ্ধে ? ব্রিটিশদের বিরুদ্ধে ?
না কি নিজের বিরুদ্ধে ?
হ্যাঁ , নিজেরই বিরুদ্ধে ।
দলিত শ্রেণী ।
আমি দলিত শ্রেণী ।
আমার কোনো অধিকার নেই ,
আমাকে নিয়ে তোদের যা কিছু করার আছে ।
সমাজে আর কত.. শ্রেণীর ভাগ আছে ?
প্রকাশ্যে নিজের মায়ের কাপড় খুলে নিলি ,
উলঙ্গ করলি আমাকে তোরা ,
এই ভারতকে উলঙ্গ করলি ।
উলঙ্গ করলি নিজের মা'কে ।
জাতপাতের বিচারে পেচ্ছাপ করি ,
পেচ্ছাপ করি তোদের মুখে
ভারতের মন্দিরে আমি নেই ,
মসজিদে আমি নেই
গীর্জাতেও আমি নেই ।
আমি আছি কেবল ভোটার তালিকায় ,
মা তোর কাপড় কাড়লো নষ্ট দেশ ,
জারজ সন্তানগুলো দাঁত কেলিয়ে মজা নিল ,
তুই পাপ করেছিস মা ,
গনতন্ত্র নামক স্বাধীন দেশে জন্মগ্রহন করে ।
আমিও তো রক্তমাংসের , তোদের মতো আমারো সম্ভ্রম আছে ,
লজ্জা ঢাকার একটুকরো কাপড় আছে ।
সেটুকুও কেড়ে নিলি ,
আমার নগ্ন শরীরের সস্তা প্রচার করলি ,
উন্মুখ করে দিলি সমস্ত বিশ্বে ।
আমি কি বেঁচে আছি এখনো ?
আমার মৃত্যু হয়ে গেছে অনেক আগেই ,
যখন তোরা নগ্ন করিছিস আমাকে ।
মৃত্যু হল তোর মায়ের ।
আমার লজ্জা ঢাকার কাপড়ে তোদের পতাকা ওড়াস ।
ওতে দেশের কথা লেখা আছে ।