চেনাঠোটের নির্লিপ্ত হাসি ,
বীতশোক মুখে সময়ের বৈভব
ভেসে এল মুহুর্তে
আজ মালবিকার বেদিতে রজনীগন্ধার সমাবেশ ,
ক্লান্ত শরীর জল বাতসাতে
ভিজিয়ে নেওয়া ।
আয়োজন সব ঘুম নিমগ্ন মেয়েটিকে নিয়ে
কানে কানে চরিত্রের বিশ্লেষন ,
সাদা কাপড়ে ঢাকা নিথর দেহকে আজ শেষ স্পর্শ ।
বীভৎস মুখখানাতে স্পষ্ট পোড়া দাগ ।
রেখে গেল দীর্ঘ অভিমান ,
না বলা কথা ।
আর গোপনতার চর্চা ।
চোখ দিয়ে গড়াল কয়েক ফোটা ।
এই তো সে দিনও ছিলে আমার সাথে কলেজ স্ট্রিটে ।
তোমার বইয়ের তাকে ভালোবাসার চিরকূট ,
খুব মনে পড়ে ।
দুধ চায়ের স্বাদ এখনো আমার জিভে ।
৬/৯/২০১৫