যতটুকু বুঝেছো আর চিনিছো কতখানি ?
শব্দের ভিড়ে তোমার মুখে আমি তুলি টানি ।
সাত রং ,জলের ছোঁয়া
অবয়ব গঠনে শরীর আর
তোমার মাথায় খোপা ।

বলো কি তুমি !
নির্ভিক পুরুষের সামনে বাড়িয়েছো দু'পা ?


কাখ থেকে আঁচল সরে এলে
সর্বনাশা যৌবনের গন্ধ বাতাসে ছোটে ,
নব নৃত্যে মুগ্ধতা , শরীরি ভাষায় আমার নেশা ওঠে ।

ভাবি এবার বেশ তো তবে ,
অষ্টমীর অঞ্জলী কাটবে শরতের আকাশে ।

চুপি চুপি আড়াল সবার ,
লজ্জা ধোব তোমার ঘাটে ।

পালিয়ে প্রেমের সংসর্গ , গোপন কথা গোপনে ?

লুকোচুরি করে কি লাভ ,
যখন ভাঙলো হাড়ি হাটে ?
  
খালি পায়ে কাশবনে পায়রা ওড়াও যত  ,
তোমার আঁচল বেধেছি গাটে  
পান দিয়ে মুখ ঢাকো ।

গল্প হল এখানেই শেষ যতই মুখ পাতো
কিছু ছবি তোলা থাক বাকীটা ব্যক্তিগত ।