সেদিন ঝোড়ো হাওয়ায় ঐ চোখে পৃথিবী দেখেছিলাম
আমি তখন হাজার আলোকবর্ষ দূরে ...
স্বপ্নের ভিতরেও যে একটা গল্প থাকে-
কয়েকটা উপত্যকা , দ্বীপপুঞ্জ পেরিয়ে
আমি বারবার হিমালয় জয় করেছি
চুলের গন্ধে বাতাস পেরিয়ে গিয়েছিল কয়েকটা পাহাড় ।
তারপর কাহিনী থেমে গিয়েছিল ,
অবশেষে এল সে ত্রস্ত হরিণের মতো ,
দৃঢ় সংকল্প তার -
ভোরের আবছা আলোয় আবিষ্কার করলাম
বহু যুগের প্রতীক্ষিত সেই প্রিয়তমার মুখ ।
হাত কেঁপে উঠল , এ কি !
ভালোবাসা উধাও এক মুহুর্তে ?
ক্যানভাসে তাকিয়ে দেখি বিরাট আগ্নেয়াস্ত্র হাতে অসুস্থ ঈশ্বর !