সাদা ফুলগাছের নিচে তুলসীতলায় ,
আর কিত্ কিত্ খেলা হয় না ।
কত.. খেলা হত ওখানে ।
একবার গাদন খেলায় পাড়ার এক বৌদি
আমাকে 'পচা' বানিয়েছিল ।
ছোটরা , বড়রা সবাই মিলে খেলতাম ,
কত দর্শকও হত ।
আমি চলে এসেছি , ওখানে থাকি না ,
বৌদি তুলসীতলায় ঘুমোচ্ছে ।
কেউ ডাকে না ,
সাদা ফুলগাছটাও যেন শুকিয়ে যাচ্ছে ,
তুলসীতলায় এখন অনেক তুলসী গাছ হয়েছে ।
*** প্রকাশিত : কবিতা এই সময় , কোলকাতা বইমেলা ২০১৩