রাতটা কাটলো একযুগ ঘুমের মধ্য দিয়ে
ঝিঁ ঝিঁ পোকার ডাকে , কামিনীর গন্ধে ।
বিস্তীর্ন আদিগন্ত ম্লান হ'ল -
কয়েকটা লাশ পড়ে আছে ।
গাছের পাতা নিরবতা পালন করে ,
গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ হয় -কালের অপেক্ষায় ।
বৈশাখের নতুন পোশাকে - আত্মবিশ্বাসের ছোঁয়া ,
শপথের উত্তরীয় তার গলায় ,
নিষিদ্ধ ক্যানভাসে বেদনার ছবি ,
জেগে ওঠার আপ্রাণ লড়াই ।
এভাবেই কেটে যাক্ তার যুগের অন্ধকার ।