কি করে বলি মাগো আমি মুক্ত ,
ছ'টা বছর শরীরের সঙ্গে লড়াই করে বেঁচে আছি ।
এই চার দেওয়ালের মধ্যে লজ্জা, ঘেন্না চেটে খাচ্ছি -
তবে খুব সুখেই আছি !
অন্তত তোমার পোষ্য কুকুর গুলোর জোর-
জবরদস্তি থেকে নিস্তার পেয়ে ।
প্রতিদিনের কথা মনে পড়লে
আমার রক্তে যেন উজান স্রোত বয় ।
আমার স্কুল যাওয়ার পথে, ওরা আমাকে
হিংস্র মাংসাশী প্রাণীর মতো শিকার করেছিল ।
আমি আর বাড়ী ফিরিনি ।
শেষ অবধি বেছেই নিয়েছি, চার দেওয়ালে
আবদ্ধ সুখের কাজ ।
অনেক টাকা পাই ,
আর আমি গরীব নই ,
আজ আমার সবই আছে এই অন্ধকার জগতে ।
মা ! এ জীবনটা তো আমি চাইনি ,
পাঁচজনের মতো আমিও বাঁচতে চেয়েছিলাম ,
আজ বাইশ বছরেও এই অন্ধকারেই
আলো খুঁজে বেড়াই ।
বাইরের জগত আজ আমার কাছে অচেনা
কিম্বা আমিই ওদের কাছে ।
এত ভিড়ের মাঝে তবু আমি একা ,
এ সমাজ কি আমার জন্য নয় ?
** প্রকাশিত ২০১২ সালে । অনুরাগ পত্রিকাতে