মৃত্যু যখন চোখ মেলে থাকে
গোলাপও তখন ফোটা ফেলে ,
ভোরবেলাকার মাড়িয়ে যাওয়া শিশির ভেজা ঘাসগুলোও
বুক চাপড়ায় ,
শ্মশান খুঁজে নেয় তার প্রফুল্ল ,
শিকল বাঁধা সুখগুলো তাই আজ বর্ণহীন ।
তোর ঋতুমতী নদীতে যারা সাঁতার কেটেছিল ,
সেখানে কি আর জোয়ার আছে ?
জীবনটাই যখন লোডশেডিং, সেখানে আলো ঢুকবে কি কখনো ?
একটু জল দিস ঘাসের গোড়ায় , তারা আরো সবুজ হবে ।
যেদিকে সূর্য ওঠে সেদিকে নতজানু হয়ে প্রণাম সেরে নিস ।
আর জিজ্ঞাসা করিস- 'এ কেমন দিন ?'
এ সকাল কার জন্য ?
যে সকালে শুধুই অন্ধকার নেমে আসে ?
সূর্যোদয় না হয়েই কেবল অস্ত যায় ?
যে সকাল প্রতি মুহুর্তে আতঙ্ক তাড়িয়ে বেড়ায় ?
এ কি সেই সকাল ?
অমোঘ প্রেমের শরীরের চোরাস্রোত !
আজ মেয়েটার কপাল ফেটেছে
বিন্দু বিন্দু রক্ত গড়িয়ে পড়েছে বুকের উপর ।
বুক বেয়ে মাটিতে , মাটি লাল হচ্ছে ..
সমস্ত মাটি ভিঁজে গেছে
তার আর্তনাদে , আঘাত শরীরের রক্তে
তবু পৃথিবী যেন সে কাহিণী গোপন রাখে ।
আস্তে আস্তে লুটিয়ে পড়ে মেয়েটি
কোন মহামানবের মুর্তির উপর ...