ওর বুকটা চিরে গেছে ,
তবু পতাকা হাতে দাড়িয়ে
আচলটা দিয়ে ক্লান্তি মোছে আর বলে-

আমি নিয়ে যাব আমার পাওনা,

দিনের পর দিন গোনে ,
ইচ্ছাগুলোর এক সময় মৃত্যু ঘটে ।
তেরঙা পতাকা ঢেউ খেলতে থাকে ।
বিচার গড়িয়ে পড়ে টাকার উপর ।
পায়ের নীচ থেকে মাটিও সমর্থন তুলে নেয় ।

অন্ধকারে টাকা আসে ,
'তুই বোবা হয়ে যা '।

কেড়ে নিল তার কথা , তার সেই তীক্ষ্ন দৃষ্টি ।
যে চোখে চোখ রাখা যেত না ,
সেই দৃষ্টিতে যে শক্তি ছিল  তা যেন শান্ত করে দিয়েছে ।

একদিন সকালে খবর এল মেয়েটি ঝুলছে সিলিং ফ্যানে ,

এখন পতাকা উড়ছে অনেক উঁচুতে ।

আর 'তারা' বসেছে কয়েকটা বোতলের সাথে মুখরোচক খাবার নিয়ে ।
আজ যে মুক্তির দিন ।