ভালোবেসেছি বলে নদীটা শুকিয়ে যায়নি
আদুরে আলাপ ছুঁয়েছে তার গায়ে
শীৎকারে চুয়েছে শাদা রক্ত,
জীবন কত সুন্দর তা পৃথিবী জানে ।
শীতে ঘেমেছে গা বসন্তে যৌবন
নারী তুমি কি পন্য, নাকি শরীরি শিহরন ?
শিরায় শিরায় রক্ত চলে প্রেম আবহে
আরো কত নাটক মিথ্যা অভিনয়ে !
ওগো তুমি জাগো এবার হাতে নাও অস্ত্র
নগ্ন সমাজ, নারী কেন এখনো নির্বাক চলচ্চিত্র ?