তোমাদের লাঠির আঘাতে আমাদের ফাটছে মাথা, রক্তে লাল হচ্ছে শরীর,'স্বাধীনতা' কি লেখা দুটি পাতা ?
পায়ে পায়ে পথ চলো তবে, পথে পথেই হবে মিলন
আমরা ভারতীয়, আমরা নাগরিক 'স্বাধীনতা' বুঝে নেবখন ।
তোমার 'স্বাধীনতা' যদি রক্ত-ধর্ম হয় আমাদের তবে মানবতা
মানবের সাথে চলো পথে নামি প্রতিবাদ-মুখরতা ।
তোমার লাশকাটা ঘর, রক্ত-যুদ্ধ বন্ধ হবে কবে ?
এবার পথে নামো বন্ধু , পথে নামো সবে
শাসকের রক্ত-চোখে আমরা যে জীবন্ত লাশ
প্রতিদিন মরার আগে আমরা বোঝাব হিটলারি শাসন নাশ ।
পায়ে পায়ে পথ চলো বন্ধু, পথে পথেই হবে মিলন
আমরা ভারতীয়, আমরা নাগরিক 'স্বাধীনতা বুঝে নেবখন ।
তোমার 'স্বাধীনতা যদি রক্ত-ধর্ম হয় আমাদের তবে মানবতা,
মানবের সাথে চলো পথে নামি প্রতিবাদ-মুখরতা ।