এ এক দৃঢ় সত্য-
যে প্রেম ছুঁয়ে দেখিনি
কাটাতে পারিনি কোনো চন্দ্রিমার রাত
বোঝেনি কোনো নদীর ধার অথবা সমুদ্র সৈকত

তাকে বেঁধেছি ঈশ্বর আঙিনায়
ভুলেছি বসন্তের শরীর দীপ্ত অভিশাপ
মনে মনে রাঙানো কল্পনার ক্যানভাসে
যদি পাই ফিরে , ফিরে যদি সে আসে...


এ এক দৃঢ় সত্য-
যে প্রেম গুমরে মরেছে কেঁদে
অপেক্ষায় অপেক্ষায় রাত-দিন
দেখেছি ভাঙা প্রেমে তার স্বপ্ন রঙিন


তাকে দাঁড় করিয়েছি অন্ধকার ঘরে
জানালার কাঁচে দেখে অস্পষ্ট প্রেমের দিনলিপি
ভুলে যাওয়া ঈশ্বর আঙিনায় সে কেন বার বার মরে
এ এক দৃঢ় সত্য সমস্ত শরীর তার রক্ত-শিহরনী...





                                      _জয়দেব বিশ্বাস