বসন্তের গান যখন শেষ হচ্ছে
কোকিল ফিরে যাবে তার ঘরে
প্রতিদিনের স্বপ্নে সে কেন বার বার মরে ?
আগমনির প্রতিধ্বনিতে তার রাজপথে ফুটেছে আলো
জানে না সে একলা রাস্তা কতটা অন্ধকার হল ।
এখানে মুন্ডের কেনাবেচা, ধর্ম নিয়ে মিছিল
ধার্মিক হলে কতটা? বিধেছে বুকে অসহিষ্ণুতার তির ।
আজ বৈশাখী ভোরে বেজে উঠুক শাঁখ, জ্বলুক প্রদীপ
আযানের সুর ভেসে যাক অনেকদূর