এই হল কুঁড়েঘর, এই রাজমহল।
এইখানে রাজা-প্রজা সবে একদল।
রাজা যায় কুঁড়েঘরে নিজ ঘর ভেবে,
রাজ দরবারে যায় প্রজারা সবে।
এইখানে কেউ গুণী, কেউ মহাজন।
কেউবা শ্রমিক আর কেউবা কৃষাণ।
সবে নিজ কাজ করে সমান সমান।
নিজে নিজে গড়ে তুলে নিজেদের মান।
কৃষক গুণীকে সদা দিয়ে যায় সালাম।
গুণীও দিয়ে যায় কৃষকের দাম।
ধনী - গুণী কিবা আর শ্রমিক কৃষাণ।
রাজ দরবারে গেলে সকলে সমান।
নাই কোন ঝগড়া, নাইকো বিচার।
স্বপ্নের এইদেশ যেন গো সবার।