আমি করিনা বেটা তোরে কুর্নিশ,
ধার ধারিনা তোর টাকা।
আমি ছোট্ট থেকেই সত্যবাদী,
ঘাড়টা এখনো আছে বাঁকা।
.
তোর মুল্লুকে তোরই গলা উঁচু,
ধাপে ধাপে গড় যা-তা আইন।
আমি থুথু ছিটিয়ে নই ক্লান্ত,
মাথা দিব তবু মানিনা ফাইন।
.
আমি হুংকার ছাড়ি বজ্রকন্ঠে,
ধমকে, দমনে উঁচু রাখি শির।
আমি তুলি না কানে মিথ্যা, ভ্রান্ত,
আমিই জিতব, আমি মহাবীর।