আমি হয়তো বা তোমার কথাটা রাখতে পারব না। আমাকে এবার বোধহয় চুড়ান্ত সিদ্ধান্ত নিতে ই হবে। জানি না কেন ধীরে ধীরে এমন হয়ে গেল। বিশ্বাস কর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ব্যবধানটা কেবলই বেড়েই চলছে। যদি পার ওকে বুঝিয়ে বল, যেন আমায় ক্ষমা করে। আমি চেয়েছিলাম, ওকেই চেয়েছিলাম বড্ড নিজের মত করে গড়ে তুলতে। কিন্তু আজ অবধি এতটুকুও পরিবর্তন করতে পারিনি। হয়তো বা সবই আমারই অপারগতা কিংবা ব্যার্থতা। ওত ইদানিং আমার কোন কথায় বুঝতে চায় না। আমার হয়ে ওকে তুমি একটু বুঝিও, পৃথিবী কখনো একজনের জন্য বসে থাকে না। ওকে ওদের বাসার মানুষগুলো প্রচন্ড চাপ দিচ্ছে। ওর বাবা ও প্রচন্ড টেনশানে আছে। হয়তো আমার জন্য অপেক্ষা করতে চায়ছে না। বা আমাকে পছন্দ করছে না। আর আমিও আমার আর ওর ফ্যামেলির বাইরে কোন সিদ্বান্ত নিতে পারব না। আর আমিও কোন গ্যারান্টি দিতে পারছি না। বরং আমার জন্য আর অপেক্ষা না করে নতুন ভাবে ওর পরিবারের ইচ্ছে অনুযায়ী জীবন শুরু করুক। একজনের ভালোবাসাতো আর দশজনের ভালোবাসার থেকে বড় হতে পারে না। আর ভাই, দুলাভাই রা ওকে বড্ড আজে বাজে কথা বলছে। ও এগুলো সহ্য করতে পারছে না। এর চেয়ে বরং ওদের ইচ্ছা পুরন করানোয় শ্রেয়। আমার ওকে রক্ষা করার কোন অস্ত্র নেই। তাই ত্যাগ করার জন্য হৃদয়ে পাথর বেঁধেছি।ওকে বিষয়টা বুঝিয়ে বলিও, এছাড়া যে আমার আর কোন গতি নেই।
কবিতাটি ৭৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/০৯/২০১৫, ০৫:৩২ মি: