আমি বাঁচব,বেঁচে হাসব।
আমি মরণ শিকল ভাঙ্গব।
রোধিব; আমি মরণের ডাক,
হাত তুলে বলি, " থাক সেথা থাক।"
আমি মরিব না আজ, বহুবাকী কাজ।
সকল কাজের প্রান্ত টানিয়া -
পড়িব মরণ তাজ।
---------
যারা বাঁচিবার তরে শতলোক মারে,
সে জালিম আগে মারব।
এক করে সব দুঃখী-দুর্বল
গড়িয়া তুলিব বিদ্রোহী দল
মিছিলের তালে স্লোগানে স্লোগানে
অনাচার সব রুখবো।
তবেই আমি মরব,
মরণের তাজ পড়ব।
------------
আমি বাঁচব, বেঁচে হাটব।
হেটে হেটে তব সারাদেশ দেখি
কত বনে, কত ফুল, কতশত পাখি
সেথা যেন চোখ ফেলে রাখি
তাই বাঁচিবার আশা দেখি।
---------
আমার বিশ্ব দেখার ইচ্ছে প্রচুর
বিশ্ব ঘুরিয়া কদম ফেলিয়া যাব বহুদুর
আমি নিত্য দিনে নিত্য রচিব নিত্য নতুন সুর,
আজ তাড়াব মরণ ঘোর।
--------
আমি শঙ্খ চিলের পঙ্খ ধরি,
সারাবিশ্ব ঘুরে, আসব ফিরি,
দেখব নদী, সাগর, গিরি,
আজ মরব না তাই করব দেরি,
মরণের ভয় ভুলব।
-----------
আমি বাঁচব, বেঁচে লিখব।
বঞ্চিত জন, বর্বর হাতে,
নিত্য যেমন লাঞ্চিত,
তাদের কষ্ট, কান্নার সুর,
খাতায় করিব সঞ্চিত।
আমি প্রকাশ করিয়া সঞ্চিত সব
চারিদিকে তুলে বিদ্রোহী রব
বর্বরতার মুখোশ খুলিয়া
স্বস্তির শ্বাস ফেলব।
সুখের মরণ ডাকব
তবেই আমি মরব।
----------
ততদিন চাই বাঁচতে,
ততদিনই আমি বাঁচব।
যতদিন মোর বাকী রবে কাজ
এই ধরণীর বুকে,
কামনা আমার ব্যবধান ভুলে
সকলেই থাক সুখে।