একাবসে তোরে করছি মাগো স্মরণ,
চক্ষু দুটো মোর ঝরঝর করে ঝরে।
বিদায় বেলা ছুঁয়েছিলুম দু'চরণ,
চুর্ণ হয়েছে হৃদয় সে বিদায় ঝড়ে।
দুঃখ কত বুঝাব কেমনে মা তোরে,
তবুও করেছি মা দুঃখকে বরণ।
তোরে ছেড়ে মা কেমনে থাকি অন্যঘরে,
ভাবিয়া ছলছল করে দুই নয়ন।
--
দোয়া করিস্ মা আমিতো অভাগা ছেলে,
তোর দোয়াতে ভাগ্য মোর খুলিবে তবে।
জীবনের লক্ষ্য পুরণ যে তবে হবে।
তোর ছেলে ফিরে আসিবে তোরই কোলে।
খুশিতে হাসিবি তুই ছেলে ফিরে পেয়ে।
পূর্ণ হবে তোর আশা ছেলেদের নিয়ে।