ব্যাঙ ডাকে ভোঁ ভোঁ,
বায়ু বহে শোঁ শোঁ,
বারি ঝরে ঝরঝর
যেন উৎকর্ষা...
এর-ই নাম বর্ষা ।
মেঘ উড়ে আকাশে,
কালো রঙ ফ্যাকাশে,
ঝরে গেলে বারি হয়ে
চারদিক ফর্সা..
এর-ই নাম বর্ষা ।
ভিজে যায় মাঠ-ঘাট,
কাঁদা ভরা পথ-বাট,
পিচ্ছিল পথ যেতে
নাহি কোন ভরসা...
এর-ই নাম বর্ষা।
এ্ই রোদ, এই মেঘ,
চারদিকে ভিজে শেষ,
ছাতা ছাড়া পথিকের
বাড়ে দুর্দশা.....
এর-ই নাম বর্ষা।
মেঘে মেঘে ঘর্ষণ,
যেন ভয়ার্ত গর্জন,
কেঁদে উঠে শিশুরা
চেহেরা বিমর্ষা....
এর-ই নাম বর্ষা।