মানব পাগল, তাই কবিও পাগল,
চিত্ত পাগল নাকি বিত্ত পাগল ?
কবির চিত্ত পাগল ।

নেতারা পাগল, কিসের পাগল ?
স্বার্থ পাগল নাকি ব্যার্থ পাগল ?
নেতা বড় স্বার্থ পাগল ।

শ্রমিক পাগল, তারা দু'ভাবে পাগল,
কাজের পাগল নাকি সাঝের পাগল ?
কেউ কাজের কেউ সাঝের পাগল ।

মা পাগল সাথে ছেলেও পাগল ।
কে কাহার পাগল ?
মা ছেলের, ছেলে মায়ের পাগল ।

স্যারেরা পাগল সাথে ছাত্র পাগল ।
ধনের পাগল নাকি জ্ঞানের পাগল ?
এরা জ্ঞানের পাগল ।

প্রেমিক পাগল তাই প্রেমিকা পাগল ।
তাদের মাঝে কেবা বেশী পাগল ?
তারা উভয়ে পাগল ।

মু'মিন পাগল, ধর্ম পাগল -
রাসুলে পাগল নাকি খোদার পাগল ?
তারা দু'য়েরই পাগল ।