আমি চাষা, আমি রাখাল,
আমি দেশের কৃষাণ।
মাটি আমার কর্মভূমি,
মাটিই আমার শ্বশান।
-
বসুধার বুকে ফুল ফুটানো
আমারই তবে সাজে।
সাঁঝ-সকালে শস্য ভূমি
আমাকেই ডাকে কাজে।
-
নিত্য আমি কর্ম করি,
নিত্য ফলাই ফসল।
বিশ্ব সাজাই ঘর্ম দিয়ে,
বক্ষে রাখি ভূতল।