তুমি আসবে বলে
হৃদয়মাঝে সাজিয়েছি অনন্য
ভালোবাসার বাসর,
কল্পনায় রঙিন স্বপ্নগুলোকে
বেঁধেছি রঙিন সুতোয়,
অতীতের কষ্টগুলোকে
উড়িয়ে দিয়েছি নীল আকাশের
অজানা কোনো ঠিকানায়।
মেঘনার তীরে বসে
অকূল দরিয়ায় দৃষ্টি রেখেছি
তরী বেয়ে আসবে তুমি,
আবার ভিজবো অঝোর বৃষ্টিধারায়
হাতে হাত ধরে,
জড়িয়ে নিবে ভালোবাসার চাদরে
তোমার মধুমাখা বাহুতে,
আবার হারিয়ে যাবো নীল দিগন্তে
উড়ন্ত পাখির ডানায়,
ফিরিয়ে আনবো সুখের আলোটাকে
চাঁদের বুড়ি থেকে।
আর কত অপেক্ষায় রাখবে আমায়?
অস্থিরতায় যে সময় পার,
মাতাল মন যে আর মানছে না
উতলা করছে বারবার।