খুব সকালে এই শহরে
যখন সবাই হাটে,
টোকাই তখন পেটের দায়ে
ময়লা খাবার ঘাটে।
হাতে কারো ভাঙ্গা বাটি
হাতে কারো থালা,
গায়ে কারো ছেঁড়া কাপড়
গায়ে কারো ছালা।
কখনো ঘুমায় গাছতলায়
কখনো ফুটপাত,
এভাবেই কাটছে ওদের
হাজারো কষ্টের রাত।
পরতে কাপড় পায় না তারা
পায় না খেতে নাস্তা,
সারা জীবন খুঁজে বেড়ায়
বেঁচে থাকার রাস্তা।