এসেছিলাম কোনো এক পড়ন্ত বিকেলে
প্রিয় এই কবিতার আসরে,
তোমাদের ভালোবাসার মায়াজালে
জড়িয়ে নিয়েছো আপন করে,
এবার ছুটি নেবার দ্বারপ্রান্তে এসে
চোখেরজল পারলাম না রাখতে ধরে,
তবুও চলে যেতে হচ্ছে
এই ভালোবাসার আসরকে ছেড়ে।
হয়তো মনের অজান্তে দিয়েছি
তোমাদের মনে বহু ব্যাথা,
ক্ষমা করে দিও হে বন্ধুগন,
কষ্ট রেখো না মনেতে
একটু স্থান দিও হৃদয়টাতে।
এসেছিলাম একাকী যাতনা নিয়ে মনে,
তোমাদের সঙ্গ মুছে দিল
মনের পোষা শত কষ্টের পাহাড়,
আজ অফুরন্ত ভালোবাসা নিয়ে
নিচ্ছি বিদায় প্রিয়দের ছেড়ে,
হয়তো আবার দেখা হবে
কথাও হবে ভালোবাসার টানে।
আজ এই বিদায়বেলায়
ক্ষমা ছেয়ে নিলাম আবারও,
রাগ-অভিমান ভুলে
ভালোবাসার মনে
বিদায় দাও হে বন্ধুগন!
এই হৃদয়মাঝে জীবনান্তবদি
হয়ে থাকবে চির আপন।