ছোট্ট একটা গ্রাম আমার
আর একটা ছোট্ট মহল,
চারিদিকে সবুজ গাছ-গাছালি
আর শস্যে ভরা ফসল,
এ যেন এক শান্তির ঠিকানা।
পিতা-মাতা আর ভাই-বোনের
এই ছোট্ট নিবাস মহলে,
সারাটি দিন কাটে তাদের
আনন্দ আর সুখের ঢলে,
আমি হয়ে গেলাম আজ দূরবাসী
আজব শহরের নিবাসী।
শান্তির নীড়ের সেই সুখটাকে
আজও মনের মাঝে রেখে
পার করছি একাকীত্বের জীবন,
আমার ছোট্ট সোনার মহলের
ছেড়ে আসা সেই স্মৃতিগুলো
আজও হয়ে আছে আপন।
কবে ফিরবো আবার আমি
আমার শান্তির সেই মহলে?
মন যে শুধু-ই কাঁদছে আমার
স্মৃতিময়ী মায়ার ঢলে।