বিছানায় যখন ক্লান্ত শরীর
মস্তিষ্কে তখন তোমার আবাস,
জানি তুমি আসবে ফিরে
যেখানে তোমার আপন নিবাস।
ঈশান কোনে জমে আছে
বিরহ খচিত যত দীর্ঘশ্বাস,
সব কিছু ভুলে গিয়ে
তাকিয়ে দেখ ঐ নীল আকাশ।
সুখের পাশাপাশি দুখের বিচরণ
তবুও কেন হয়ে যাও হতাশ,
কষ্টরা সব পালিয়ে যাবে
যেদিন আসবে সুখের বাতাস।
তপ্ত মরুতে যে ফুল ফোটে
তার থাকতে নেই কোন বিলাস,
তবুও বুকে বাঁধে আশা
এই বুঝি এলো জলোচ্ছ্বাস।
যাতনার সব রঙ মুছে দিয়ে
গ্রহণ কর সুখের নির্জাস,
তোমায় নিয়ে লিখব তখন
সুখের শেষ উপন্যাস।
★আমার শ্রদ্ধেয় বড় ভাই হাছান মাহমুদ সুমন ভাইয়ের লিখা একটি কবিতা। আসরের সকল বন্ধুদের মাঝে তুলে ধরলাম।
রচনাকাল- ০৩-০৮-২০১৪ ইং (মিলান, ইতালি)।