বহুদিন পর তোমার দেখা পেতে
গ্রামমুখী যাত্রা আমার,
কৈশোরে কাটানো দিনগুলো
হৃদয়মাঝে বেঁধে রেখে-ই
বেঁচে আছি আজও।
হাতে হাত রেখে পড়ন্ত বিকেলে
হেটে চলেছি বহুদূরে,
কত যে তাল-বাহানা করে
কচুরি ফুলের জন্যে
জলে নামাতে আমায়,
আজও স্মৃতিগুলো হৃদয়ে
বিচরণ করছে অবিরত।
তুমি কি সেই তুমি-ই আছো?
না কি বদলে গেছো?
মনের মাঝে প্রশ্নের ঘুরপাক,
আমার ভালোবাসায় মিশে ছিলে
আজও মিশে আছো
এবং থাকবে চিরকাল,
এই আত্মবিশ্বাসে-ই
ছুটে চলা তোমার পানে।