আর করবো না আমি
মিথ্যে সুখের সন্ধান,
হাটবো না অলীক স্বপ্নের
আঁকা-বাঁকা ভঙ্গুর পথে,
এবার না হয় দুঃখটাকেই
জীবনসঙ্গিনী করে নিবো,
অন্তরের কষ্টগুলোকে এবার
মিছে হাসিতে ভুলিয়ে রাখবো,
তবুও যন্ত্রনার ঐ মিথ্যা বন্ধনে
জড়াবো না আর কোনোদিন।
দুঃখের সাথে যুদ্ধ করে
মুক্ত রাখবোই তোমায়,
হৃদয়ের অসহ্য কষ্টেও
মনে করবো না স্মৃতিকথা,
কান্নার জলে নিজেকে ভাসাবো
তবুও ছলনার সাগরে নয়,
একাকীত্বে কাটিয়ে দিবো
হাজারো কঠিন প্রহর,
স্বপ্নগুলোকে বিলীন করে
পাড়ি দিবো প্রতিটি রাত,
তবুও পিছুটানে ফিরতে চাই না
বিরহের অনলেও পুড়তে চাই না।