দিন যতই অতিবাহিত হচ্ছে
জীবনের আয়ুও হ্রাস পাচ্ছে,
জীবনের গতিটাকে আজও
স্থির করতে পারে নি কেউ,
জীবন যে তার আপন গতিতে-ই
অজানা গন্তব্যপথে চলমান।
সময়টাও যে বড়-ই নিষ্ঠুর
কীভাবে যে পার হয়ে যায়!
বুঝা বড়-ই দায়,
কত শত-হাজার-লক্ষ ঘণ্টা
অচিরেই হারিয়ে যায়
ক্ষণিকের জীবন থেকে,
তবুও জীবনযুদ্ধ থেমে নেই
খানিকটা সময়ের জন্যেও।
এই জীবনটা চলছে অবিরত
সময়ের চাকায় ভর করে,
সময়টাও চলছে জীবনের অগোচরে
সিগারেটের আগুনের মতো-ই,
কখন যে আগুনটা নিভে যাবে
আর লুটিয়ে পড়বে দেহখানা
গগনতলের অজানা কোনো স্থানে।
হায়রে জীবন! হায়রে সময়!
বুঝতে পারে না কেউ-ই,
তবুও বাঁচার যুদ্ধ করছে
সময়টাকে নিয়ে ভাবনাতে,
শান্তির জীবন গড়বে বলে
জীবনযুদ্ধে জড়িয়ে-ই আছে।