চাঁদের আলোয় মুখখানি তার
ঝলঝলে মধুময়,
রূপেতে পাগল এই মন
মাঝে মাঝে তার একটু হাসিতে
যেনো মুক্তো ঝরে,
এ যেনো অনন্য এক রূপধারা।
তার কপালের লালটিপ
দৃষ্টি কেড়ে নেয় বার বার,
চোখের পাপড়িগুলো যেন
প্রজাপতির রঙিন পাখা,
এ চোখের পলক শুধু-ই
অপলকে তাকিয়ে তার-ই পানে।
তার কথায় যেনো এক
অনন্য অমৃতরস খুঁজে পাই,
মধুর কণ্ঠে মুগ্ধ হয়ে
বাঁশরী তার বাঁশিতে অনন্য
সুরের ধারা খুঁজে পায়।
তার তুলনা করবো না ঐ
ডানা মেলা পরীর সাথে,
সে তো সপ্ত আসমানের
এক অনন্য নীল ধ্রুবতারা,
যাকে বেঁধেছি হৃদয়মাঝে
ভালোবাসার শক্ত সুতোর জালে,
বাঁচতে চাই তার-ই মাঝে
ভালোবাসার অতন্দ্র প্রহরী হয়ে।