জীবনটা বড়-ই আজব!
কচুপাতার পানির মত
নড়বড়ে হয়ে বয়ে চলছে সময়,
কখন যে সাইরেনটা বাজবে
কেউ-ই জানে না তা।
তবুও যুদ্ধ করতে করতে বাঁচা
ভেঙ্গে লৌহদণ্ডের খাঁচা,
একটু সুখের জন্যেই
হাজারো দুর্গম পথের পাড়ি,
জীবনের এই খেলা যে
বড়-ই আজব, বড়-ই কঠিন।
কারও জীবনটা সুখের চাদরে
কেউ বা ভাসছে দুঃখের সাগরে,
ক্ষণিকের এই জীবনে তবুও
আশা থাকে সীমাহীন,
স্বপ্ন বাঁধে মনের বাঁকে
সাজাবে বলে জীবনটাকে।
গন্তব্যহীন এই রঙিন জীবন
বুঝা বড়-ই মুশকিল,
জীবনের এ বহুরূপী গতি
ক'জনা-ই বা জানে?
তবুও কাটছে ব্যস্ত সময়
শুধু-ই জীবনের প্রয়োজনে।