নিকুঞ্জ আজ ফুলের সমাহারে
সেজেছে রঙিন সাজে,
এই অভাগার হৃদয় কাননে
আজ নেই কোনো ফুল
শুধুই যেন ধূসর মরুভূমি।
একটি গোলাপ ফুটেছিলো
আবার ঝরেও গেলো অচিরেই,
জানিনা আর ফুটবে কি না
এই হৃদয়ের নিকুঞ্জে
অজানা কোনো রঙিন ফুল!
হয়তো তার-ই অপেক্ষা।
মনের বাগানটা পুষ্পবৃক্ষে ঘেরা
পুষ্পকলি কবে ফুটবে জানি না,
খুব যত্ন করে দিবানিশি
নির্ঘুম চোখে পাহারা,
পুষ্প সুবাসে হৃদয়দ্বার
হবে সেদিন সুবাসিত,
যেদিন পুষ্পকলি নতুনরূপে
ফুটে উঠবে হৃদয় নিকুঞ্জে।