কে
তুমি
বলোনা
হে রূপসী?
সবুজ মাঠে
যেদিন দেখেছি,
মন যে হারিয়েছি
রূপের ঐ মোহনায়,
আজও স্বপ্নের মাঝেতে
উঁকি মেরে বারেবারে এসে,
জাগ্রত করো হৃদয়ের পোষা
ভালোবাসার জল্পনা-কল্পনাকে;
এ কোন নেশাতে করেছে ব্যাকুল
পলকে পলকে শুধু আসো তুমি ভেসে,
অপেক্ষায় আপন করে নেবে কাছে এসে।





(★বিঃ দ্রঃ এই আসরের প্রিয় কবি হাসান ইমতি ভাইয়ের অনুপ্রেরণায় আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার লিখনী "অবরোহী পঞ্চদশঃ অজানা রূপসী"। যেহেতু এই ধারায় এটা আমার প্রথম লিখনী, তাই যদি কোনো ভুল হয়; তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।)