দেখেছি তোমায় বসন্তের স্নিগ্ধ প্রভাতে
ঘণ সবুজ অরণ্যের পথে একাকী,
পাখিদের কণ্ঠে ছিলো মধুর গান
রূপের ঝলকে পাগল এ মনে
দোলা দিয়ে গিয়েছে বারবার
প্রেমে বুঝি পড়লো মনটা
হৃদয়ে বেজেছিলো ঘণ্টা,
অবিরত হেটে চলা
আঁকাবাঁকা রাস্তায়
তার পিছু পিছু
ক্লান্ত শরীরে
আমিও যে
হাটছি
শুধু।
ঐ
দিন
হৃদয়ে
স্থান করে
নিলো আমার,
যেন সেদিন-ই
হয়েছে শেষ দেখা,
খুঁজে পাইনি আজও
এ ধরনীর কোন রাজ্যে,
জানিনা ফিরে আসবে কীনা
এই হৃদয়ে সাজানো বাসরে?
তবু মন যে বলে বারে বারে
ফিরে আসবে তুমি গোধূলি লগনে,
জড়িয়ে নেবে প্রেমের রঙিন চাদরে
গেঁথে নিবে আমায় যে তার মনপাঁজরে।