নির্ঘুম চোখে তিমির রজনীতে
ডায়েরিটা খুলেছি মাত্র,
ভাবনায় সব অগোছালো
কি লিখছি বা কি লিখবো?
সব যেন ঘূর্ণিপাকে।
ডজন কলমের বল ভেঙ্গে
ময়লার ঝুড়িতে ফেলা,
মস্তিষ্কে বাহিরে শব্দের নাচ
ভিতরটায় সব-ই যেন ফাঁকা,
তবু কাব্য আমার লিখা চাই।
অশ্রুজলে ডায়েরির পাতা
ভিজে গেলো বারংবার,
কষ্টে বুকের যন্ত্রনায় নাজেহাল
কোথায় হারালো শব্দভাণ্ডার?
ঘূর্ণিপাকে আমি ঘূর্ণায়মান।
কোন সে কারন সন্তর্পণে
বর্ণের ভাণ্ডার করেছে চুরি,
নির্ঘুম নিশি পাড়ি দিয়েও
পারিনি চালাতে কলমখানা,
লিখাও হলো না কাব্যখানা।