যখন-ই চেয়েছি আগলে নিতে হৃদয়ে
হয়তো তুমি তখন অন্যমনে
ভালোবাসার রঙিন ধারায়
বেঁধেছিলে স্বপ্নের বাসরঘর।
চলে যাও, ইচ্ছে তোমার যেদিক চায়
বাধা দিব না আর কোনোদিন,
এবার মুক্তমনে নীল দিগন্তে
ভেসে বেড়াও আমার অগোচরে।
তোমার একচেটিয়া ইচ্ছেগুলোতে
বারে বারে দূরে সরে যাওয়া,
দুঃখের যন্ত্রনায় খাবি খেয়ে
সুখের সন্ধানে আবার ফিরে আসা,
কাঠের পুতুল করে রেখেছিলে আমায়,
নাচাতে তোমার আপন ধারায়।
সু-সময়ের সঙ্গী হয়ে থাকতে চাইনা আর
একাকীত্ব-ই যে ভালো আমার,
আর থাকছি না তোমার ছলনার খেলায়
এবার দিয়েছি মুক্ত করে তোমায়,
পিছুটানে আর ফিরে যেতে চাইনা
এবার খুঁজে নিব নতুন ঠিকানা।