মেঘাচ্ছন্ন দূর আকাশের মত
হৃদয়ের পোষা স্বপ্নগুলো থমকে গেছে,
যেন জীবন্মৃত হয়ে বাতাসে উড়ন্ত
তুলার মত ভাসছে কষ্টের ঝুলি।
হাজারো স্বপ্নের বুনা বাসর
আজ দুঃখের পুষ্পে জড়ানো,
অশ্রুজলও খরায় রূপ নিয়ে
হৃদয় হয়েছে কষ্টের পাথর।
শূণ্য যেন এই স্বপ্নের ভুবনে
হারিয়েছি যত সুখের ঠিকানা,
তবু বেঁচে আছি শুধুই আশায়
বেঁচে আছি তোমার ভালোবাসায়।
চাইলেও এ মন পারছে না যে
ভুলে যেতে অতীতের স্মৃতিকথা,
হয়তো আসবে না ফিরে তুমি
স্মৃতিই হয়তো চিরকালের সঙ্গী।
হারিয়েছি সবই কপালের দায়ে
ভাগ্য আমার বড়-ই নিষ্ঠুর,
জীবনের চাকা থামবে অচিরেই
এটাই হয়তো কপালের লিখন।