তোমার মিষ্টি হাসিতে গালে টোল
কাজল-কালো চোখের অপলক দৃষ্টি
যেন নেমে আসে সুখের বৃষ্টি।
তোমার হাসির তালে মুগ্ধ এ হৃদয়
সবুজ ঘাসে ঘেরা পথে অবাধ্য হাঁটা
সূর্যের আলোয় হারায় মেঘের ঘনঘটা।
তোমার রেশমি কালো উড়ন্ত কেশ
গোলাপি ঠোঁটের ঝিলিমিল লিপজেলে
সূর্যরশ্মি এসে রঙিন রঙে খেলে।
তোমার মিষ্টি মধুর কণ্ঠের গানের
সুরের গুঞ্জনে পাখিরা গান ধরে
বাতাসে বয়ে নিয়ে যায় অচিনপুরে।
তোমার অপরূপ রূপধারার কাছে
প্রকৃতির রূপ যেন হার মেনেছে
বনের সবুজও তোমার প্রেমে মজেছে।
তোমার বিচরণে সমুদ্রে ঢেউয়ের উত্তালে
যেন নিয়ে আনে হাজারো সুখের বানী
ভাসিয়ে নিয়ে যায় শত কষ্টের গ্লানি।