আজ তুমি সুখের পথচারী,
কাঁটা ভরা পথের পথিক হয়ে
দূর অজানায় দিচ্ছি পাড়ি।
তোমার নিদ্রা হয়তো অট্টালিকায়,
কপালের দায়ে আজও আমার
প্রতিটি রজনী কাটে বৃক্ষতলায়।
স্মৃতিগুলো মুছে ফেলেছো জানি,
আমি পারিনি, আর পরবোও না
এই স্মৃতি-ই আমার বাঁচার ধ্বনি।
আজ তোমার কাছে আমি ঘৃণিত,
মিছে ভুলের মাশুল দিতে দিতে
কষ্টের দিন পাড়ি দিচ্ছি অবিরত।
এটা-ই কী ছিল আমার পাওয়া?
অন্তর্জ্বালায় পুড়ে দগ্ধ এ হৃদয়
তবুও ভুলিনি তোমার প্রেমের মায়া।
তুমি হয়তো আজ সুখের রাজকুমারী,
আমার গতিময় জীবন থমকে গিয়ে
আজ হয়েছি গন্তব্যহীনের পথচারী।