বর্ষার জলে পরিপূর্ণ খাল-বিল
জলতরঙ্গে এক অনন্য ঢেউয়ের খেলা,
কখনো আবার সূর্য রশ্মিতে সৃষ্টি হয়
জলের সাথে রংধনুর মেলা।
খরায় মৃতপ্রায় ফসলের সতেজতার প্রাণে
কৃষকের মুখে হাসি নিয়েই যেন
এই সোনার বর্ষার আগমন,
জলশূন্য নদে কোসা-ডিঙ্গি পাড়ে বেঁধে
মাঝির যখন কষ্টের দিনযাপন,
তখনই যেন বর্ষাধারায় পরিপূর্ণ জলে
আনন্দে মাঝির নৌকাচালন।
জলশূন্য পুকুরে কিশোর-কিশোরীরা
স্নানে যখনই মুগ্ধতা হারিয়েছে,
বর্ষার জলের প্রবাহ এসেই যেন
মনের খোরাক মিটিয়েছে।
গাঁয়ের বধুদের কলসি কাঁকে নিয়ে
হেঁটে চলা যখনই অদৃশ্য প্রায়,
বর্ষার বৃষ্টিধারায় ফিরে এলো আবার
হারানো দৃশ্য নতুনধারায়।
★বরষার আয়োজন★