যেদিন হারিয়ে যাবো সব-ই ছেড়ে
ঐ দূর আকাশের পানে,
পাপের কর্ম যত করেছি ভাইরে
মাফ করো আপন মনে।
কখনো হয়তোবা মনের অজান্তে
দুঃখ দিয়েছি সবার মনে,
পাবেনা হয়তো আর কোনদিন
গগনতলের সবুজ বনে।
ধরনীতে আমি সব-ই পেয়েছি
শুধু পূণ্য-টাই মেলেনি,
জানি শূণ্যের খাতা নিয়ে উঠতে হবে
কঠিন হাশরের ময়দানে।
কপালের লিখন যায় কী খণ্ডন
বলো হে বন্ধুগন,
দু'দিন আগে আর পরে সবারই
ছাড়তে হবে এ ভুবন।
না হয় খানিকটা আগেই যাচ্ছি
এবার ডাক এসেছে তাই,
বিদায় বেলায় এতটুকুই চাওয়া
হৃদয়ে রেখো একটু ঠাঁই।
অপরূপ রঙিন এই ভুবন ছেড়ে
যেতে নাহি কেউ চায়,
তবুও যে আমায় এই ধরনী ছেড়ে
নিতে হবে শেষ বিদায়।