কৃষ্ণপুরের রতন মিয়াজির
ছেলে আছে তিনটা,
রাকিব বড়, ছাকিব মেজো
সাফিন ছোট টা।
রতন সাহেব বেশটা সময়
কাটিয়েছে সৌদিতে,
বছর পাঁচেক হলো তিনি
দেশের মাটিতে।
বড় ছেলেকে বিয়ে করাবে
স্বপ্ন মনে শত,
মেয়ে খুঁজলো শহর-জেলায়
পাইনি মনের মত।
রাকিব মিজিও প্রেম করছে
বছর দু'য়েক চলছে,
প্রেমের বিয়ে মানবে না যে
রতন মিজিও বলছে।
একথা শুনে রাকিব মিজির
দুঃখে মনটা কাঁদে,
প্রেমিকা যে তার মরে-ই যাবে
না পাওয়ার-ই স্বাদে।
রাকিব মিজিও করবে কি আর
বুদ্ধি খুঁজতে থাকে,
পালিয়ে বিয়ে করতেই হবে
কপালে যা রাখে।
সাত দিন পর রাকিব মিজি
প্রেমিকা নিয়ে সাথে,
খুঁজতে খুঁজতে ঢাকার শহরে
উঠলো বন্ধুর বাড়িতে।
বন্ধুকে নিয়েই কাজী অফিসে
বিয়ে করলো দু'জন,
পিতা-মাতা যে দূরেই থাকলো
পর করেছে স্বজন।