বসন্তের কালে, কৃষ্ণচূড়ার লালে
হঠাৎ কারো আগমন,
রঙিন ওড়নাখানা বাতাসে দুলিয়ে
পায়ে নূপুরের গুঞ্জন।
তার রূপের মোহনায় মুগ্ধকর ছোঁয়া
চঞ্চুতে অনন্য হাসি,
চোখেতে মায়াভরা অপলক চাহনিতে
স্বপ্ন দেখেছি রাশি রাশি।
কপালের সূর্যের মত লাল টিপ যেন
প্রকৃতির রঙে মিশেছে,
কাজল-কালো চোখের পাপড়ি যেন
প্রজাপতির পাখা মেলছে।
নিশ্চুপ পাখিগুলো হঠাৎ জেগে উঠে
গানের সুরে মেতেছে,
মধুমাখা রূপের ঝলকে ব্যাকুল হয়ে
মনে রঙিন স্বপ্ন গেঁথেছে।
পিচঢালা পথে অবাধ্য হেঁটে চলায়
পথিকের অপলক দৃষ্টি,
তখনো পিছু পিছু অবিরাম চলমান
মনেতে আশার সৃষ্টি।
ক্ষণিকের এই এক পলক দৃষ্টিতে
কেড়ে নিলো সবকিছু,
স্বপ্নের মাঝে আজো হেঁটে চলি
তার-ই পিছু পিছু।