হয়তো আর নেই বেশিদিন তোমাদের মাঝে,
হয়তো কষ্টও দিয়েছি সীমাহীন,
জানি ক্ষমা পাবার যোগ্য নই,
যদি পারো এই অধমকে
নিজগুণে করো ক্ষমা।
তোমাদের বহু আদেশ করেছি অমান্য,
রাখিনি বহু কাজের কথা,
হীনতার মাঝে হারিয়েছি বলে
চোখের জলে ভাসিয়েছো আঁচল,
আমি হয়েছি মহাপাপী।
আমার সুখটাকে রেখেছিলে তোমাদের উর্ধ্বে,
না খেয়ে কত না রাত
জেগেছিলে আমার অপেক্ষায়,
নিশিতে খোলা দরজায়
পাহারা দিয়েছো ঘুমন্ত চোখে,
আমি মাতাল হয়ে ফিরেছি।
হাজারো রাত জেগেও পারবো না আমি
ফিরিয়ে দিতে তোমাদের ঘুম,
পাবোনা পাপের মুক্তি,
সহস্র রজনী কেঁদেও শোধ হবে না
এক বিন্দু কান্নার জলের,
কোথায় পাবো মুক্তির পথ?
ক্ষমা করো মাগো, আর পারছি না বাবা,
পাপের পাহাড়ে আজ আমি
নামার মই যে তোমাদের হাতে,
কোথাও নেই আর মুক্তির পথ
ক্ষমার যোগ্যতা হারিয়েছি জানি,
নয়তো জাহান্নাম আমার নিশ্চিত।